দোহা: চলতি বিশ্বকাপে মরক্কোর স্বপ্নের দৌড় অব্যাহত। বেলজিয়াম, স্পেনকে আগেই হারিয়েছিল অ্যাটলাস লায়ান্সরা। এবার কোয়ার্টার ফাইনালে (Morocco vs Portugal) পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন হাকিম জিয়েখরা। ম্যাচের ৪২ মিনিটের মাথায় ইউসুফ এল-নাসিরির গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচে আর কোনও গোল হয়নি। ফলে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যায় মরক্কো।


মায়ের সঙ্গে সেলিব্রেশন


ইতিহাস তৈরির পর মরক্কোর রাজধানী রাবাতে সমর্থকদের উচ্ছ্বাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ইতিহাস সৃষ্টিকারী ফুটবলারদের উচ্ছ্বাসও কিন্তু কম ছিল না। ম্যাচের পর জিয়েখ, হাকিমিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এর আগে হাকিমির তাঁর মায়ের সঙ্গে জয় উদযাপন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার কোয়ার্টার ফাইনাল জয়ের পর আরেক মরক্কান ফুটবলার সোফিয়ান বুফালের (Sofiane Boufal) তাঁর মায়ের সঙ্গে জয় উদযাপন করার ভিডিও ভাইরাল। 


মাঠে উপস্থিত মরক্কো সমর্থকদের সামনেই মায়ের সঙ্গে রীতিমতো নেচে জয় উদযাপন করলেন বুফাল। মা-ছেলের তালে তাল মিলিয়ে নাচের ভিডিও নেটিজেনদের বেশ মনে ধরেছে। ইতিমধ্যেই কোটি কোটি লোক সেই ভিডিও দেখেও ফেলেছেন। প্রসঙ্গত, এদিনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রেখেই দলের একাদশ ঘোষণা করেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। দ্বিতীয়ার্ধে 'সিআর৭' মাঠে নামার পর পর্তুগালের খেলায় ছন্দ ফিরলেও, মরক্কোর শক্তিশালী রক্ষণ ভেদ করে গোল করাটা এদিন একপ্রকার অসাধ্যই ছিল। 


 






রেকর্ড গড়েও বিদায়


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে এটাই ছিল শেষ বিশ্বকাপ। কিন্তু ট্রফি অধরাই থেকে গেল ২০০৬ সাল থেকে বিশ্বকাপের মঞ্চে কোনওবারই কোয়ার্টার ফাইনালে গোল করতে পারেননি রোনাল্ডো। এবারও পারলেন না। দেশের জার্সিতে ১৯৬ ম্যাচ খেলতে নেমে রেকর্ড তো গড়লেন, কিন্তু ম্যাচ শেষে চোখের জলেই বিদায় নিতে হল পর্তুগিজ সুপারস্টারকে। অতিরিক্ত সময়ে আট মিনিট দেওয়া হয়েছিল। ৯৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন মরক্কোর ছেদিরা। আফ্রিকার দলটি ১০ জনে নেমে গেলেও গোলের দরজা খুলতে পারেননি রোনাল্ডোরা। ম্যাচ শেষে চোখের জলে মাঠ ছাড়েন রোনাল্ডো।


আরও পড়ুন: প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিতে মরক্কো, 'ওয়াকা ওয়াকা'-র ছন্দে শুভেচ্ছা শাকিরার