নয়াদিল্লি: ২০১৯ বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ৬ মাস আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মাত্র ৩,৫০০ টিকিট পড়ে আছে। এমনই জানিয়েছেন আইসিসি-র বাণিজ্য বিভাগের জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, ‘বিশ্বকাপের অধিকাংশ ম্যাচের টিকিটই শেষ হয়ে গিয়েছে। মোট সাড়ে তিন হাজারের মতো টিকিট পড়ে আছে। এতেই খেলার প্রতি মানুষের উন্মাদনা বোঝা যাচ্ছে।’


আগামী বছরের ৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড। ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচেরও সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। বিশ্বকাপের ফাইনাল ১৪ জুলাই।