রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকের প্রথম দিনই হেরে দৌড় শেষ হয়ে গেল মৌমা দাসের। শনিবার ব্যক্তিগত বিভাগে প্রথম রাউন্ডের লড়াইয়ে রোমানিয়ার ড্যানিয়েলা ডডিন মন্টেইরোর কাছে হেরে গেলেন বাংলার এই টেবল টেনিস তারকা।

 

বিশ্ব ক্রমতালিকায় ১৫০ নম্বরে থাকা মৌমার সঙ্গে এদিন লড়াই ছিল ৫৮ নম্বরে থাকা মন্টেইরোর। সেই লড়াইয়ে মৌমা ২-১১, ৭-১১, ৭-১১, ২-১১ ফলে হেরে যান। ফলে দ্বিতীয়বার অলিম্পিকের যোগ্যতা অর্জন করেও ভাল ফল করতে পারলেন না।