কলকাতা: আল্পসের উচ্চতম শৃঙ্গ মঁ ব্লাঁ জয় করলেন পর্বতারোহী দেবব্রত মুখোপাধ্যায়৷ গত শনিবার চার হাজার ৮০৮ মিটার উচ্চ এই পর্বতশৃঙ্গ জয় করেন এভারেস্টজয়ী এই পর্বতারোহী৷ রবিবারই মঁ ব্লাঁ-র শৃঙ্গে ওঠার পরিকল্পনা ছিল তাঁদের৷ কিন্তু, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই থেকে সেখানকার আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা ছিল৷ এমনকী, তুষারপাতও হতে পারে বলে খবর ছিল৷ তাই, ঝুঁকি নিয়ে ৩ তারিখ অর্থাত্‍ শনিবারই মঁ ব্লাঁ শৃঙ্গজয়ের লক্ষ্যে এগিয়ে যান দেবব্রত ও তাঁর সহযোগীরা৷ শেষ পর্যন্ত সাফল্য৷