কিন্তু ট্রায়াল রানে চূড়ান্ত ব্যর্থ হলেন রামেশ্বর। রাতারাতি যিনি বিস্মিয়-স্প্রিন্টার তকমা পেয়েছিলেন। সোমবার ভোপালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও রাজ্য সরকার তাঁর জন্য ট্রায়ালের ব্যবস্থা করেছিল। ১৯ বছরের রামেশ্বর সেই ট্রায়ালে সকলের শেষে একশো মিটার দৌড় শেষ করেন।
তবে সরকারের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হতে হচ্ছে না কৃষক পরিবারের সন্তানকে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু আগেই রামেশ্বরকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সোমবার তিনিই রামেশ্বরের ট্রায়ালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'টিটি নগর স্টেডিয়ামে সাইয়ের অভিজ্ঞ ও সিনিয়র কোচরা এবং রাজ্য সরকার রামেশ্বর গুর্জরের ট্রায়ালের আয়োজন করেছিল। একেবারে বাঁদিকে দৌড়চ্ছে রামেশ্বর। তবে অত্যাধিক প্রচার ওকে বিপর্যস্ত করে দিয়েছিল তাই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ওকে পর্যাপ্ত সময় আর সুযোগ দেওয়া হবে।'
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আবেদন করেন, 'দয়া করে ওর ওপর প্রবল চাপ তৈরি করবেন না। ওকে সবরকম সাহায্য করা হবে তবে মনে রাখবেন অ্যাথলেটিক্সে শারীরিক সক্ষমতার একটা সীমা আছে।'