নয়াদিল্লি: খেলা ছাড়াও বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে থাকেন ভারতীয় দলের ব্যাটসম্যান কে এল রাহুল। কিছুদিন আগে কফি উইথ কর্ণ অনুষ্ঠানে মন্তব্য ঘিরে সহ খেলোয়াড় হার্দিক পান্ড্যর সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। এরপর বেশ কয়েকবারই তাঁর প্রেমের সম্পর্ক ঘিরে জল্পনা ছড়িয়েছে। সংবাদমাধ্যমে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা মাঝেমধ্যেই দেখা যায়। কখনও আথিয়া শেট্টি তো কখনও সোনম বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এখন আবার অভিনেত্রী আকাঙ্খা রঞ্জনের সঙ্গে কে এল রাহুলের সম্পর্ক নিয়ে জল্পনা দানা বেঁধেছে।
আসলে ক্রিকেট ও গ্ল্যামারের মিশেল সব সময়ই নজর কাড়ে। আর এই কারণেই এক জগতের ব্যক্তিদের সঙ্গে অন্য জগতের ব্যক্তিদের নাম সহজেই জুড়ে যায়। এভাবে সম্প্রতি রাহুল ও আকাঙ্খার একে অপরের কাছে আসার খবর সামনে এসেছে।অবশেষে তাঁর প্রেমের সম্পর্ক ঘিরে জল্পনা নিয়ে মুখ খুললেন রাহুল।এ সব জল্পনা সপাটে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বেশ কিছু ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন রাহুল। সাক্ষাত্কারে তাঁকে আথিয়া, আকাঙ্খা রঞ্জন কপূর ও সোনম বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্কে জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, এই সব জল্পনা কতটা সত্যি?
এই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, আচ্ছাস তাহলে এসব জল্পনা হয়েছে। সত্যি কথা বলতে আমি খবরের কাগজ পড়ি না। তাই জানি না যে, আমার সম্পর্কে কী লেখা হচ্ছে। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখা শিখে নিয়েছি। এ সব নিয়ে কিছুই বলতে চাই না। আসলে আমি শুধুমাত্র ক্রিকেটেই মনোনিবেশ করেছি।



তিনি সিঙ্গল কিনা, এই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, এর উত্তর জানি না। জানতে পারলে জানিয়ে দেব।
উল্লেখ্য, আকাঙ্খা রঞ্জন কপূর আলিয়া ভট্টর বেস্ট ফ্রেন্ড। তাঁদের দুজনকেই প্রায়শই একসঙ্গে দেখা যায়। কিছুদিন আগে জল্পনা ছড়িয়ে ছিল যে, আকাঙ্খা রাহুলের সঙ্গে আলিয়া ও তাঁর বয়ফ্রেন্ড রণবীর কপূরের আলাপ করিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, আকাঙ্খাকে সম্প্রতি অঙ্কিত তিওয়ারির ভিডিও অ্যালবাম তেরে দো নেয়না-র গানে অপারশক্তি খুরানার সঙ্গে দেখা গিয়েছিল। এই গানের মাধ্যমেই লাইট, ক্যামেরা ও অ্যাকশনের দুনিয়ায় পা রেখেছেন তিনি।