কলকাতা: কোচ হিসেবে এই দলে ফিরতে ফিরতেও ফেরা হয়নি। পা ভেঙে গিয়েছিল সেবার। তাই কোচের পদ নিযুক্ত হয়ে প্রথম দিন মাঠে আসার পরও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও আর ডাক পাননি এসসি ইস্টবেঙ্গলে। কিন্তু সেই মৃদূল বন্দ্যোপাধ্যায় এবার ফের একবার লাল হলুদে। ২০২১-২২ মরসুমের জন্য আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজার নিযুক্ত হলেন সন্তােষ ট্রফি জয়ী এই বঙ্গ কোচ। 


মঙ্গলবার ক্লাব জানিয়ে দিল, মৃদুল বন্দ্যোপাধ্যায় আসন্ন মরশুমে দলের ম্যানেজারের ভূমিকা পালন করবেন। এছাড়াও দলের দ্বিতীয় সহকারী কোচ হিসেবেও কাজ করবেন মৃদূল। প্রথম সহকারী কোচ হলেন রেনেডি সিংহ। নতুন দায়িত্ব পেয়ে খুব খুশি মৃদূল বলেন, 'পুরনো ক্লাব। চেনা ময়দান, চেনা সমর্থক। নতুন দায়িত্ব ভালভাবে সামলাতে চাই। আমি খুব খুশি।' বিনিয়োগকারীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নতুন মরসুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। 


 






তিন দশকের কোচিং অভিজ্ঞতা। কোচ হিসেবে কাজ করেছেন মোহনবাগান, মহমেডান, ইন্ডিয়ান অ্যারোজে। আইএসএলে দিল্লি ডায়নামোজ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এবার নিজের অভিজ্ঞতা এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে ভাগ করে নিতে চান মৃদূল বন্দ্যোপাধ্যায়।


আইএসএলের নতুন মরসুম শুরুর আগেই নিজেদের দল ভালভাবেই গুছিয়ে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। কোচ হিসেবে রবি ফাওলারের পরিবর্তে নিয়ে আসা হয়েছে রিয়াল মাদ্রিদের যুব দলকে কোচিং করানো ম্যানুয়েল দিয়াজকে। এরপর গোলরক্ষক কোচও নিয়োগ করে ফেলেছে ক্লাব। চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ লেসলি ক্লিভেলির সঙ্গে চুক্তি করেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের হয়ে কাজ করেছেন লেসলি ক্লিভেলি। এছাড়াও বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, আসন্ন আইএসএল শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে আগামী ২১ নভেম্বর।