মুম্বই: সাম্প্রতিক কালের ইন্টারনেট সেনসেশন হিসেবে নোরা ফতেহির নাম উল্লেখযোগ্য। তাঁর ডান্স, তাঁর বোল্ড অ্যাপিয়ারেন্সে দর্শক থেকে অনুরাগীরা সকলেই মেতে থাকেন। কোনও ছবিতে নোরা ফতেহির আইটেম নম্বর থাকলে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। ফলে এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা ঠিক কতটা, তা বোঝাই যায়। এবার সেই নোরা ফতেহিকেই মারাত্মকভাবে ট্রোল করা হচ্ছে। 


আরও পড়ুন - Bollywood Upcoming Film: কবে মুক্তি পাবে সলমন খানের 'টাইগার থ্রি' এবং শাহরুখ খানের 'পাঠান'?


আরও পড়ুন - Happy Birthday Lata Mangeshkar: জন্মদিনে মুক্তি পাচ্ছে ২৬ বছর আগের রেকর্ড করা গান, লতা মঙ্গেশকরকে শুভেচ্ছা নেটিজেনদের



সম্প্রতি ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার লেটেস্ট কালেকশনে সেজে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিছু ছবি এবং ভিডিও দেন নোরা ফতেহি। যেখানে তাঁকে ফ্যাশনেবল আউটফিটের সঙ্গে মানানসই জুয়েলারিতে দেখা গিয়েছে। বোল্ড আউটফিটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নোরা ফতেহিকে তাঁর নতুন ফোটোশ্যুটের ছবি এবং ভিডিও পোস্ট করা মাত্রই ট্রোল করতে শুরু করেছেন কিছু নেট নাগরিক। 



আরও পড়ুন - John Abraham Upcoming Film: কবে মুক্তি পাবে জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'?


ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা ছবি এবং ভিডিওগুলিতে ডিজাইনার পোশাকে নোরা ফতেহিকে রানিসুলভ লাগছে বলেও কিছু নেট নাগরিক কমেন্ট করেন। কিন্তু বেশ কিছু নেট নাগরিক তাঁর এই পোশাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। একজন ব্যক্তি কমেন্টে লিখেছেন যে, 'নোরা প্লিজ এমন পোশাক পরো না।' আবার অন্য একজন লিখেছেন, 'পোশাক পরার দরকার কী ছিল? না পরলে তো আরও লাইক পাওয়া যেতো।'



এই প্রথমবার নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বোল্ড পোশাকের ছবি পোস্ট করেন বলিউড সেনসেশন নোরা ফতেহি। প্রসঙ্গত, শেষবার অভিনেত্রীকে অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, শরদ কেলকার প্রমুখ অভিনেতাদের সঙ্গে 'ভূজ - দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে দেখা গিয়েছে।