নয়াদিল্লি: ‘যো ডর গয়া, সমঝো মর গয়া...’। ‘শোলে’-তে গব্বর সিংহের এই বিখ্যাত সংলাপ মনে-প্রাণে বিশ্বাস করেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মনে করেন, যে ফলের কথা ভেবে আতঙ্কিত না হয়ে খেলবে, সেই ম্যাচ জিতবে। এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি।


একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে সঞ্জয় মঞ্জরেকরকে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেছেন, ‘ধোনি মাথা ঠান্ডা রাখতে পারে। বিপক্ষের অধিনায়ক যাতে প্রথম চোখের পলক ফেলে, সেটা ও নিশ্চিত করে। ধোনির অবিশ্বাস্য ক্ষমতা আছে। মাঠের বাইরে বল পাঠানোর জন্য কী করতে হবে, সেটা ও জানে। ওর নিজের উপর যতটা বিশ্বাস আছে, সেটা আমার নেই। ক্রিকেটের ইতিহাসে ধোনিই সেরা ফিনিশার।’

চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে খেলেছেন হাসি। তিনি সেই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, ‘রান তাড়া করার সময় যাতে ওভারপিছু ১২ বা ১৩ রান না করতে হয়, সবসময় সেই চেষ্টা করতাম। এটা আমি ধোনির কাছ থেকে শিখেছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়। ও বিশ্বাস করে, যে সবার শেষে আতঙ্কিত হয়, সে-ই ম্যাচ জেতে। সেই কারণে ধোনি মাথা ঠান্ডা রেখে শেষপর্যন্ত খেলে যায়। বোলারের উপরেও তো চাপ থাকে। সেটা মাথায় রেখে খেলে ধোনি।’

হাসি আরও জানিয়েছেন, ‘সেরা খেলোয়াড়রা একটা ম্যাচ হার নিয়ে বেশি ভাবে না। তারা দ্রুত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায়। ধোনি, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররা সবসময় ধারাবাহিকতা বজায় রাখে। ওরা হার বা জয়কে নিজেদের চিন্তার উপর প্রভাব বিস্তার করতে দেয় না।’

আইপিএল-এ সিএসকে-র ধারাবাহিক পারফরম্যান্সের বিষয়ে হাসি বলেছেন, ‘দল কীভাবে চালাতে হবে, সেটা কোচ (স্টিফেন) ফ্লেমিং ও অধিনায়ক ধোনির উপরেই ছেড়ে দেন কর্ণধাররা। ধোনি নিজের মতো করে দল পরিচালনা করে। কোচ ও অধিনায়কের বোঝাপড়াও দুর্দান্ত। এর ফলেই ধারাবাহিকবাবে সাফল্য আসছে। তবে ধোনি খেলা ছেড়ে দিলে সিএসকে সমস্যায় পড়বে। আমার মনে হয়, সিএসকে কর্ণধাররা ধোনিকে কোনওভাবে দলের সঙ্গে যুক্ত করে রাখবেন।’