নয়াদিল্লি: বর্তমানে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এমনই মনে করেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার জাহির আব্বাস। একইসঙ্গে তিনি বলেছেন, বিরাট কোহলি ব্যাটসম্যান হিসেবে পরিপূর্ণ প্যাকেজ এবং তিনটি ফরম্যাট বিবেচনা করলে তিনিই এই মুহূর্তের সেরা ব্যাটসম্যান।
প্রাক্তন পাক ব্যাটসম্যান বলেছেন, এটা ঠিক যে, টেস্ট ক্রিকেটে কোহলির তুলনায় ধারাবাহিক স্মিথ। প্রায় সব সিরিজেই ও রান করে। অন্য অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও ভালো খেলছে। কিন্তু আমি মনে করি, একজন ব্যাটসম্যানের সব ধরনের ফরম্যাটেই পারফর্ম করা প্রয়োজনয এই হিসেবে ক্রিকেটের অন্যান্য সংস্করণেও কোহলি অনেক বেশি ধারাবাহিক।
ভিন্ন সময়ের খেলোয়াড়দের মধ্যে তুলনা করা সঙ্গত নয় বলেই মনে করেন জাহির আব্বাস। সেজন্য কাউকেই সর্বকালের সেরা খেলোয়াড়ের তকমা দিয়ে দেওয়া যায় না বলে মত প্রকাশ করেছেন তিনি।
জাহির আব্বাস বলেছেন, নিজেকে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে একজন ব্যাটসম্যানকে সব ধরনের ফরম্যাটেই পারফর্ম করতে হয়। এটাই মৌলিক বিষয়।
তিনি বলেছেন, এমনিতেই ভারতীয় দল অনেক বেশি ক্রিকেট খেলে। সেরা খেলোয়াড় হিসেবে কোহলি ওই ম্যাচগুলির অধিকাংশতেই খেলে। এতে একঘেঁয়েমি বোধের কোনও কারণ নেই। কারণ, এটাই তার পেশা এবং এত কিছু দিয়েছে।
ধারাবাহিকতার নিরিখে কোহলিকে অসাধারণ আখ্যা দিয়ে জাহির আব্বাস বলেছেন, ভারতীয় দলের অধিনায়কের কাছাকাছি আসতে পারেন, এমন খেলোয়াড় খুব বেশি নেই। গত কয়েক বছর ধরে কোহলি অনেক বেশি কৃতিত্ব অর্জন করেছে। ও-ও যন্ত্র নয়। আর যন্ত্রও তো মাঝেমধ্যে খারাপ হয়। কোহলির সঙ্গে তুলনা করা যায়, এমন খেলোয়াড় এই মুহূর্তে খুবই কম।
অনেক প্রাক্তন পাক ক্রিকেটার বাবর আজমের মধ্যে বড় ব্যাটসম্যান হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ ব্যাপারে জাহির আব্বাস বলেছেন, নিজেকে উচ্চতর পর্যায়ে নিয়ে থেকে গেলে সব ফরম্যাটেই ওকে রান করে যেতে হবে। তিনি বলেছেন, বাবর পাকিস্তান দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। সব ফরম্যাটেই পারফর্ম করছে। আশা করছি, ও এভাবেই খেলা চালিয়ে যাবে এবং নিজেকে নতুন নতুন উচ্চতায় নিয়ে যাবে।