নয়াদিল্লি: স্লগ ওভারে মহেন্দ্র সিংহ ধোনি আগের মতো ব্যাটে ঝড় তুলতে পারছেন না। এজন্য ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে, ফিনিসার ধোনি কি এখন অতীত? অনেক বিশেষজ্ঞই আবার টি ২০ তে ধোনির বিকল্প খুঁজে দেখার কথা বলেছেন। কিন্তু টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এ ধরনের বিতর্কে ধোনির পাশেই রয়েছে। অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী দুজনেই সাফ জানিয়ে দিয়েছেন, ধোনির উত্তরসূরী খোঁজার তাড়া এখনই তাঁদের নেই।
কোহলি জানিয়ে দিয়েছেন, ধোনিই তাঁর অধিনায়ক। ধোনির কাছ থেকেই প্রথমে টেস্ট এবং পরে টি ২০ ও একদিনের দলের অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। সীমিত ওভারের দলের অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছিলেন, তিনি ধোনিকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করতে দেখতে চান। এতে ইনিংসের শেষের দিকে নেমে ম্যাচ জেতানোর চাপ থেকে অব্যাহতি পাবেন ধোনি। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বেশিরভাগ ম্যাচেই ধোনিকে ছয় নম্বরেই নামতে দেখা গিয়েছে। ওই পজিশনে কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান তোলার ক্ষেত্রে ধোনির ব্যর্থতা ঘিরে সমালোচনা হয়েছে। এ ব্যাপারে টিম ইন্ডিয়ার টি ২০ দলের সদস্য সুরেশ রায়না বলেছেন, ধোনিকে ব্যাটিং অর্ডারের ওপরে নামালেই ভালো। এখানেই তিনি অনেক বেশি ভালো করতে পারেন।
প্রায় এক বছর পর দলে ফিরেছেন রায়না। তাঁর মতে, ওপরের দিকে নামলে ধোনি ক্রিজে অনেকটা সময় কাটাতে পারবেন এবং সেট হলে হাত খুলে মারতে পারবেন। রায়না আরও বলেছেন, ধোনি এমনই একজন প্লেয়ার যিনি ব্যাটিং অর্ডারে ওপরের দিকে খেললে সর্বদাই দলের ইনিংসের ভিত মজবুত করেন।
উল্লেখ্য, রায়না ধোনির আস্থাভাজন ক্রিকেটার ছিলেন। একটা সময় দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান তাঁর একদিনের কেরিয়ারের ২২৩ টি ম্যাচের মধ্যে ১৫৩ টিই খেলেছেন ধোনির নেতৃত্বে। একদিনের ক্রিকেটে যে ৫৫৬৮ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান রায়না, তারমধ্যে ৪৩৬২ রানই এসেছে ধোনির অধিনায়কত্বে। এরমধ্যে রয়েছে তাঁর কেরিয়ারের পাঁচটি শতরানও।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন রায়না।
গত এক বছর ধরে একদিনের ম্যাচে দাপটের সঙ্গে খেলছে ভারত। কিন্তু রোহিত-ধবন ও কোহলিকে নিয়ে তৈরি টপ অর্ডার ব্যর্থ হলেই সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। সেজন্য মিডল অর্ডারের একটা স্থায়ী সমাধান চাইছে টিম কোহলি।
মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে রায়না। দলে নিজের জায়গা পাকা করতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি।