পুনে: এবারের আইপিএলে ফিরে এসেছে সেই পুরানো ছবি- মাহি মার রহা হ্যায়। গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচেও ব্যতিক্রম হয়নি। ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
শেন ওয়াটসনের ৭৮ এবং ধোনির বিধ্বংসী ৫১ রানের ইনিংসের দৌলতে চেন্নাই ১৩ রানে হারায় দিল্লিকে।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচে ধোনিকে দেখা গিয়েছে চেনা ছন্দে। সেই পাওয়ার হিটিং, টাইমিং, ম্যাচ ফিনিস করার দক্ষতা। তাঁর কেরিয়ার যে এখনই শেষ হয়ে যায়নি, তা এভাবেই সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন মাহি। ডেয়ারবডেভিলসের তিনি বিপক্ষ অধিনায়কের কাছে এখনও ত্রাস সৃষ্টিকারী ব্যাটসম্যান। এমনই মন্তব্য চেন্নাই সুপারকিংসে ধোনির সহ খেলোয়াড় ফাফ ডুপ্লেসি।
ডুপ্লেসি বলেছেন, এখন দারুণ ফর্মে রয়েছে ধোনি। এ ধরনের ফর্মে থাকলে ধোনির বিরুদ্ধে বোলিং করাটা খুবই কঠিন। ওর ব্যাটের পাল্লা এতটাই চওড়া যে ওয়াইড বল করলেও ও লেগের দিকে মেরে দিতে পারে। ওর হাতে অনেক বিকল্প রয়েছে। ও যে কোনও বলকে নিজের ইচ্ছামতো যে কোনও দিকে মারতে পারে। এটাই কোনও বোলার ও অধিনায়কের কাজটা কঠিন করে দেয়।
ডুপ্লেসি অম্বাতি রায়াডুর নমনীয়তার প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, এই আইপিএলে রায়াডুর ব্যাটিং খুবই উপভোগ করছি। চার বা পাঁচ নম্বরে নেমে বাউন্ডারি মারার ক্ষমতা কিন্তু খুবই কঠিন জিনিস।