নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি প্রায়শই দলের হয়ে খেলতে ব্যস্ত থাকেন। সেজন্য সবসময় হয়ত স্ত্রী সাক্ষীর জন্মদিন পালনের সুযোগ পাননি তিনি। এবার অবশ্য সাক্ষীর জন্মদিনটা দারুনভাবে পালন করলেন মাহি। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ খেলছে ভারত। আর টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন ধোনি। কাজেই দলের সঙ্গে থাকতে হচ্ছে না তাঁকে। পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ পেয়েছেন ধোনি।
গতকাল ১৯ নভেম্বর ছিল সাক্ষীর ২৯ তম জন্মদিন। কেক কেটে স্ত্রীর জন্মদিন পালন করলেন মাহি। সেই ভিডিও পোস্ট করেছেন ধোনির হেয়ার স্টাইলিস্ট তথা বন্ধু মোতি ভাবনানি। ভিডিওতে কেক কেটে সাক্ষীকে খাওয়াতে দেখা গিয়েছেন মাহিকে।
<
/code>