নয়াদিল্লি: বেশ কয়েকটি ম্যাচে ‘ফিনিসার’ ধোনি-কে দেখা যায়নি। যে মহেন্দ্র সিংহ ধোনি একটা সময় ম্যাচ শেষ করে আসার জন্য পরিচিত হয়ে উঠেছিলেন, সেই ধোনির ব্যাটেই সম্প্রতি কয়েকটি ম্যাচে তাল কাটতে দেখা গিয়েছে। এরপরই ‘ফিনিসার’ হিসেবে তাঁর দক্ষতায় টান পড়েছে কিনা, সেই প্রশ্ন উঠেছে। তাই তাঁকে ব্যাটিং অর্ডারের ওপরে তোলার পরামর্শও কোনও কোনও মহল থেকে দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে এ ধরনের প্রস্তাবকে কোনওরকম গুরুত্বই দিলেন না। বললেন, ভারতের একদিনের দলের অধিনায়কের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাঁর উইকেটে থিতু হওয়ার জন্য সময় লাগে না।


আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ধোনিকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হবে কিনা, এই প্রশ্নের উত্তরে কুম্বলে বলেছেন, ‘সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। রান তাড়া করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন। আর এমএসের কথা যদি বলা হয়, তাহলে বলতে হবে যে, ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আর বছরের পর বছর ধরে ধোনি দেখিয়েছে যে, ব্যাটসম্যান হিসেবে ওর যথেষ্ট ক্ষমতা রয়েছে। ওকে উইকেটে থিতু হওয়ার জন্য সময় দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না। আর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার তৈরি হবে’।

ভারতের কোচ ব্যাটিং অর্ডারে নমনীয়তা রেখে চলতে চান। এই কথা মাথায় রেখে মণীষ পাণ্ডেকে চার নম্বরেই ভাবছে টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেটে চাপের মুখে ধারাবাহিকভাবে পারফর্ম করে দেখিয়েছেন মণীষ। তাঁর সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারেও তার ঝলক দেখা গিয়েছে।

কুম্বলে বলেছেন, ব্যাটিং অর্ডারের ব্যাপারে টিম ইন্ডিয়ার কাছে অনেক বিকল্পই খোলা রয়েছে। মণীষের পারফরম্যান্স খুবই ভালো। ওকে চার নম্বরেই ভাবা হচ্ছে। তবে সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে।

কে এল রাহুল ও শিখর ধবনের চোট টপ অর্ডারে আজিঙ্কা রাহানের জন্য দরজা খুলে দিয়েছে।

কুম্বলে মনে করছে, আগামী জানুয়ারিতে ইংল্যান্ডের সফরের সময় পরিষ্কার ছবিটা উঠে আসবে। সবমিলিয়ে রোহিতের সঙ্গে কে ওপেনিংয়ে থাকবেন, তা নিয়ে ভারতের কাছে বিকল্প খোলা রয়েছে।