গায়ে পুরনো দলের জার্সি, আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন ধোনি
Web Desk, ABP Ananda | 16 Jul 2017 02:09 PM (IST)
নয়াদিল্লি: আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের প্রতি মহেন্দ্র সিংহ ধোনির দুর্বলতা কারও অজানা নয়। এই দলের অধিনায়ক হিসেবে তিনি বহু সাফল্য পেয়েছেন। চেন্নাই ধোনির দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। নির্বাসন কাটিয়ে ফের আইপিএল-এ ফিরতে চলেছে সিএসকে। এই খবরে চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীদের মতোই খুশি ধোনি। তিনি সেই আনন্দ গোপন রাখেননি। ইনস্টাগ্রামে চেন্নাইয়ের জার্সি পরা ছবি পোস্ট করেছেন ধোনি। লোঢা কমিটির সুপারিশে সিএসকে আইপিএল থেকে নির্বাসিত হওয়ার পর গত দুটি আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন ধোনি। চেন্নাইয়ের মতো সাফল্য পাননি তিনি। তার জন্য সমালোচিতও হতে হয়েছে। গত আইপিএল চলাকালীন পুণের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ প্রকাশ্যেই ধোনির সমালোচনা করেন। পরে অবশ্য তিনি সুর বদল করেন। তবে তাতে পুণের কর্ণধারদের সঙ্গে ধোনির সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি। এবার সিএসকে আইপিএল-এ ফিরে আসায় ধোনিকে পুরনো দলের হয়েই খেলতে দেখা যেতে পারে।