নয়াদিল্লি: ভারতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে মহেন্দ্র সিংহ ধোনির নিজেকে সরিয়ে নিয়ে টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের আগ্রহ প্রকাশের পর বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা চলছে। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর প্রাক্তন অধিনায়ক ধোনির অবসর ঘিরে জোর জল্পনা শুরু হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ধোনি নিজেকে সরিয়ে নেওয়ার পর বিসিসিআই অবশ্য সাফ জানিয়ে দেয়, ধোনি এখনই অবসর নিচ্ছেন না। কিন্তু এরপরও ধোনির অবসর ও ভবিষ্যতে তাঁর ভূমিকা সম্পর্কে ক্রিকেটমহল ও অনুরাগীদের মধ্যে জল্পনা কমেনি।
এরইমধ্যে ধোনির ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের খবর নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ডেভিড লয়েড একটি ট্যুইট করেছেন। আর এই ট্যুইটে খোঁচা রয়েছে। যা ধোনির অনুরাগীরা একেবারেই ভালোভাবে নিতে পারছেন না। ওই ট্যুইটে লয়েড দুটি ইমোটিকন ব্যবহার করেছেন, যার অর্থ 'হাসিতে চোখে জল চলে আসছে'।
ধোনির সিদ্ধান্তের প্রতি এভাবে অশ্রদ্ধা দেখানোর জন্য অনুরাগীরা লয়েডকে একহাত নিয়েছেন। লয়েডের ওই ট্যুইটে ধোনির অনুরাগীরা তাঁদের প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন।
ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি দুমাসের জন্য প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রতি আর্জি জানান। সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের সেই আবেদনে সায় দিয়েছেন।