মোহালি: আফগানিস্তানের বিরুদ্ধে গতকাল ব্যাট হাতে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ১ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচের সেরার পুরস্কারও নিঃসন্দেহেই তাঁর ভাগ্যেই জুটেছে। ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের পর অবশ্য নিজের সাফল্যের কৃতিত্ব মহেন্দ্র সিংহ ধোনিকে দিতে চান শিবম দুবে। বাঁহাতি তরুণ অলরাউন্ডার বলছেন, ''আমি যখন আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ব্যাট করতে নেমেছিলাম, তখন আমার একটা বিষয়ই মাথায় ছিল যে ধোনি ভাইয়ের অধীনে চেন্নাইয়ে খেলার সময় যে যে টিপস পেয়েছিলাম সেগুলো কাজে লাগাতে। ম্যাচ কীভাবে শেষ করে আসতে হয়, তা নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন আমাকে উনি। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে নিজেকে সামলাতে হয়, তা নিয়েও কিছু উপদেশ দিয়েছিলেন মাহি ভাই আমাকে।''


উল্লেখ্য, ম্যাচে গতকাল ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন দুবে। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা এই অলরাউন্ডার বলছেন, ''ধোনি ভাই আমার ব্যাটিংয়ের প্রশংসা করলে আমারও আত্মবিশ্বাস বাড়বে। আমি আরও ভাল খেলতে পারব।'' 


বৃহস্পতিবারের ম্যাচের আগে গত বছর হাংঝাউতে আয়োজিত এশিয়ান গেমসে শেষবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন দুবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন, সুযোগ পাননি একাদশে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে থেকেও একাদশে সুযোগ পাননি। অবশেষে সুযোগ পেয়েই তা কাজে লাগালেন দারুণভাবে। 


গতকালের ম্যাচে লক্ষ্য ছিল ১৫৯। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত। কোনও রান না করে। মিড অফে বল মেরেই রান নিতে দৌড়েছিলেন। অপর প্রান্তে থাকা শুভমন দেখলেনই না। আউট হয়ে মেজাও হারালেন রোহিত। মাঠেই সতীর্থকে দুষলেন।


তবে গিল (২৩), তিলক বর্মা (২৬), জিতেশ শর্মারা (৩১) দলকে চাপে পড়তে দেননি। যদিও ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়লেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে যাঁর নবজন্ম হয়েছিল। বৃহস্পতিবার বল হাতে নিয়েছিলেন এক উইকেট। পরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ।


আর সেই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৮/৫ স্কোরে আটকে রাখল ভারত। একমাত্র মহম্মদ নবি ছাড়া আর কোনও আফগান ব্যাটারই ভারতীয় বোলারদের বিব্রত করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৪২ রান করেন নবি। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট মুকেশ কুমার ও অক্ষর পটেলের। শিবম দুবে নিয়েছেন এক উইকেট।