ধোনির অবসর গ্রহণের এখনই কোনও পরিকল্পনা নেই, বললেন দীর্ঘদিনের বন্ধু অরুণ পান্ডে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2019 07:40 PM (IST)
আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে জোরদার জল্পনা চলছে।এরইমধ্যে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার অরুণ পাণ্ডে বলেছেন, এখনই ধোনির অবসর গ্রহণের কোনও পরিকল্পনা নেই।
NEXT
PREV
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে জোরদার জল্পনা চলছে।এরইমধ্যে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার অরুণ পাণ্ডে বলেছেন, এখনই ধোনির অবসর গ্রহণের কোনও পরিকল্পনা নেই।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জোর আলোচনা চলছে। এই জল্পনার প্রতিক্রিয়ায় পান্ডে বলেছেন, ওর অবসর নেওয়ার ব্যাপারে এখনই কোনও পরিকল্পনা নেই। ওর মতো একজন বড় প্লেয়ারের ভবিষ্যত নিয়ে ধারাবাহিক জল্পনা খুবই দুর্ভাগ্যজনক।
আগামী রবিরার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল বেছে নেওয়ার জন্য বৈঠকে বসবে নির্বাচক কমিটি। তার আগে পান্ডে এই মন্তব্য করেছেন।
বিসিসিআই আধিকারিকরা ধোনির সঙ্গে কথা বলবেন বলেও মনে করা হচ্ছে।
ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে পান্ডের। একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ধোনির ব্যবসায়িক দিকেরও দেখভাল করেন তিনি।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে জোরদার জল্পনা চলছে।এরইমধ্যে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার অরুণ পাণ্ডে বলেছেন, এখনই ধোনির অবসর গ্রহণের কোনও পরিকল্পনা নেই।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জোর আলোচনা চলছে। এই জল্পনার প্রতিক্রিয়ায় পান্ডে বলেছেন, ওর অবসর নেওয়ার ব্যাপারে এখনই কোনও পরিকল্পনা নেই। ওর মতো একজন বড় প্লেয়ারের ভবিষ্যত নিয়ে ধারাবাহিক জল্পনা খুবই দুর্ভাগ্যজনক।
আগামী রবিরার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল বেছে নেওয়ার জন্য বৈঠকে বসবে নির্বাচক কমিটি। তার আগে পান্ডে এই মন্তব্য করেছেন।
বিসিসিআই আধিকারিকরা ধোনির সঙ্গে কথা বলবেন বলেও মনে করা হচ্ছে।
ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে পান্ডের। একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ধোনির ব্যবসায়িক দিকেরও দেখভাল করেন তিনি।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -