বল মাঠের বাইরে চলে যাওয়ার পরও জাডেজা মাটিতেই পড়ে থাকেন। সম্ভবত ভাবছিলেন, কীভাবে বল মাঠের বাইরে চলে গেল! নন স্ট্রাইকার প্রান্তে থাকা ধোনি ওই শটে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের তখন ওই ওভারবাউন্ডারি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ধোনি এগিয়ে এসে জাডেজার হেলমেটে ব্যাট দিয়ে চাপড় মেরে বাহবা জানান।
আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচ জিতলেন ধোনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে গৌতম গম্ভীর। তিনি ধোনির চেয়ে ২৯ টি কম ম্যাচ জিতেছেন।
এবারের আইপিএলে গত সাত ম্যাচে এই নিয়ে ছয়টি জিতল চেন্নাই।নাটকীয় শেষওভারে ১৮ রানের প্রয়োজন ছিল জয়ের জন্য। মিচেল স্যান্টনার শেষ বলে ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন।
ধোনি ৪৩ বলে ৫৮ রান করেন। অম্বাতি রায়ডু ৪৭ বলে ৫৭ রান করেন। ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে ধোনির দল। ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের পয়েন্টও একই।