নয়াদিল্লি: সারা বিশ্বের ক্রিকেট মহলে খ্যাতি অর্জন করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ব্যতিক্রম নয় পাকিস্তানও। ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। কিন্তু দুই দলের খেলোয়াড়দের জনপ্রিয়তা উভয় দেশেই প্রশ্নাতীত।


দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড়রা মাঠে নামলে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে থাকে। কিন্তু ওই লড়াই সাধারণত মাঠেই সীমাবদ্ধ থাকে। দুই দেশের খেলোয়াড়দেরই একে অপরদের সম্পর্কে শ্রদ্ধাবোধ রয়েছে। খেলার বাইরে তাঁদের সম্পর্কে মাঠের লড়াইয়ের গনগনে উত্তেজনার লেশমাত্র থাকে না। তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক।

এমনই দুই খেলোয়াড় পাকিস্তানের শোয়েব মালিক ও ভারতের ধোনি। দুজনেই মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন। শোয়েব মালিক মনে করেন, মাহি একজন কিংবদন্তী ‘GOAT’, অর্থাত্ Greatest Of All Time (সর্বকালের সেরা)।

ধোনি সম্পর্কে এমনভাবে শ্রদ্ধা জানিয়েছেন শোয়েব মালিক।

ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বের সময় এক ভারতীয় অনুরাগীর প্রশ্নের জবাবে এ ভাবে ধোনির প্রশংসা করেছেন শোয়েব মালিক। ওই অনুরাগী ধোনি সম্পর্কে তাঁকে কিছু বলতে বলেন।





তার জবাবেই এভাবে উত্তর দিয়েছেন শোয়েব মালিক।