ধোনি সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার, বললেন বিরাট
Web Desk, ABP Ananda | 14 Jan 2017 03:03 PM (IST)
পুণে: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সেই ধোনিই এবার খেলবেন তাঁর নেতৃত্বে। আগামীকাল পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক বিরাটের অভিষেক হচ্ছে। সেই ম্যাচে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলবেন ধোনি। স্বভাবতই আবেগতাড়িত বিরাট। আগামীকালের ম্যাচের আগে আজ সাংবাদিক সম্মেলনে ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘ধোনি সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার। আউটের আবেদন জানানোর ক্ষেত্রে ও খুব স্মার্ট। ও মাঠে সবচেয়ে সুবিধাজনক জায়গায় থাকে। সেই কারণে ওর মতামতকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব।’ শুক্রবার ধোনি বলেছিলেন, ‘উইকেটকিপার সবসময় দলের সহ-অধিনায়ক। তাই অধিনায়ক কী চাইছে সেটার উপর আমি সবসময় নজর রাখব। ফিল্ডিং সাজানোর বিষয়ে বিরাটের সঙ্গে আমার কথা হয়েছে। ও যখনই চাইবে আমি পরামর্শ দেব।’ দেখুন, ধোনি সম্পর্কে কী বলছেন অধিনায়ক বিরাট