নয়াদিল্লি: জীবনের সেরা টি-২০ ইনিংস খেলেও চেন্নাই সুপার কিংসকে জেতাতে পারেননি। তবে দল হারলেও, নায়ক হয়ে গিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে সঞ্জয় মঞ্জরেকর, মহম্মদ কাইফ, আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটাররা এবং সাধারণ ক্রিকেটপ্রেমীরা ধোনিকে কুর্ণিশ করছেন।



গতকাল শেষ পাঁচ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৭৬ রান। সেই অবস্থা থেকে ধোনি দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। তাঁর ৪৪ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংস আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা। পিঠে যন্ত্রণা নিয়েও ধোনি যে ইনিংস খেলেছেন, তা ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন।



এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৭ রান করে কিংস ইলেভেন পঞ্জাব। ক্রিস গেইল ৬৩ এবং লোকেশ রাহুল ৩৭ রান করেন। জবাবে ৫ উইকেটে ১৯৩ রান করে চেন্নাই। শেষ তিন বলে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। কিন্তু প্রথম দু’বলে কোনও রান করতে পারেননি ধোনি। শেষ বলে অবশ্য তিনি ছক্কা মারেন। কিন্তু তাতে জয় আসেনি। ফলে ট্র্যাজিক নায়ক হয়েই মাঠ ছাড়তে হল চেন্নাইয়ের অধিনায়ককে। যদিও তিনি বুঝিয়ে দিলেন, এখনও ফুরিয়ে যাননি।



ধোনির একসময়ের সতীর্থ বীরেন্দ্র সহবাগ এখন কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর। তিনি ডাগআউটে বসে এই ইনিংস দেখেছেন। নিজের দল জেতায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে সহবাগ। তবে তিনি ধোনির ইনিংস দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।