নয়াদিল্লি: বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামাটা অনেকটা চোরাবালিতে পড়ার মতো। এতে ক্ষমতা অনুযায়ী ব্যাট করার স্বাধীনতা তাঁর নেই। সদ্য সমাপ্ত আইপিএলে ১৬ ম্যাচে ৪৫৫ রান করেছেন। আইপিএলের ১১ বছরের ইতিহাসে এটি তাঁর দ্বিতীয় সর্বাধিক রান। চেন্নাই সুপার কিংসকে তৃতীয়বারের জন্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তাঁর ব্যাটিং পারফরম্যান্সের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে এবার ধোনির পারফরম্যান্স সমালোচকদের মুখের মতো জবাব দিয়েছে। অনেকেই বলেছেন, এবার ধোনিকে তাঁর চেনা মেজাজে দেখা গিয়েছে। ৩৬ বছরের ধোনি বলেছেন, 'আমি এবার মনের দিক থেকে নিশ্চিত ছিলাম যে, ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যাট করতে চাই। কারণ, বয়সের কারণে নিচের দিকে নামটা অনেকটা চোরাবালির মতো। আমি ম্যাচ জেতার দায়িত্ব যে নিতে চাই, তা নিশ্চিত করতে চেয়েছিলাম। কিন্তু আমি ব্যাটিং অর্ডারে এতটা নিচে নামছিলাম যে, নিজেকে খুব বেশি সময় দিতে পারছিলাম না'। ধোনি বলেছেন, 'পরিস্থিতিটা অনেকটা চোরাবালির মতো। যতই ছটফট করবে, ততটাই গভীরে চলে যেতে হবে। তাই, আমি বলেছিলাম যে, আমি এমন একটা দল গড়তে চাই, সেখানে ব্যাটিংয়ে গভীরতা থাকবে। এতে আমি ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামার সুযোগ পাব। আর আমার কাছে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামা মানে তিন-চার-পাঁচ নম্বরে নয়; এর অর্থ বেশি ওভার খেলার সুযোগ পাওয়া'। এবারের আইপিএলে ডেথ ওভারে রান তোলার ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস অন্যতম সেরা দলগুলির মধ্যেই রয়েছে। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে চেন্নাই গড়ে ৯৯ রান তুলেছে। ধোনি এমন একটা দল চেয়েছিলেন যার ব্যাটিং গভীরতা বেশি। এতে ধোনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুযোগ পাবেন। ক্যাপ্টেন কুল বলেছেন, 'আমি ওপরের দিকে ব্যাটিং করতে চেয়েছিলাম। যাতে আমি যখন ব্যাটিং করতে নামব, তখন আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে পারি। এতে অন্যরা ম্যাচ ফিনিস করার একটা সুযোগ পায়'। ধোনি বলেছেন, সৌভাগ্যবশত আমরা আইপিএলে আমাদের ব্যাটিং অর্ডার পুরোদস্তুর ব্যবহার করতে হয়নি। কারণ, ওয়াটসন, রায়ডু, রায়না, আমি, ব্র্যাভো-সবাই রান পেয়েছি। এতে দলের প্রচুর লাভ হয়েছে।