নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বিসিসিআই-এর চুক্তির সেরা ক্যাটাগরি থেকে সরিয়ে অন্য ক্যাটাগরিতে রাখা হতে পারে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। কিছুদিনের মধ্যেই ২০১৮-১৯ মরসুমের জন্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নয়া চুক্তি করবে বিসিসিআই। সেই চুক্তিতেই ধোনির অবনমন হতে পারে।
ধোনি বেশ কিছুদিন ধরেই টেস্ট ম্যাচ খেলেন না। তিনি এখন শুধু একদিনের ও টি-২০ ম্যাচ খেলেন। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি ‘এ’ ক্যাটাগরিতেই আছেন। কিন্তু নয়া চুক্তিতে তাঁকে এই ক্যাটাগরিতে না-ও রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, এতদিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরি থাকলেও, এবার সেটা বদলে ‘এ+’, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরি করা হতে পারে। যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাটেই খেলেন, শুধু তাঁদেরই ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হবে। ধোনি যেহেতু টেস্ট খেলেন না, তাই তাঁকে নীচের সারিতে রাখা হবে।
ক্যাটাগরি বদলের পাশাপাশি এবার ক্রিকেটারদের সঙ্গে আর্থিক চুক্তিতেও বদল আনতে পারে বিসিসিআই। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রী ও ধোনি বিসিসিআই-এর শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করে আর্থিক দাবি পেশ করেন। তাঁদের সেই দাবি মেনে নেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
বিসিসিআই-এর চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হবে ধোনিকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 07:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -