নয়াদিল্লি: আগামী অক্টোবর থেকে বোলারদের ঠেঙানোর জন্য বিশ্ব ক্রিকেটের বিগ হিটারদের নিজেদের ব্যাটের ধরন বদলাতে হতে পারে। কারণ, ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে এবার ক্রিকেট ব্যাটসম্যানের হাতিয়ারে বড় বদল করল আইসিসি।
ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, কায়রন পোলার্ড এবং প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি—এঁরা সকলেই দুনিয়া-কাঁপানো ক্রিকেটার। শুধু যে এঁদের ব্যাটিংয়ের ধরনে মিল রয়েছে তাই নয়, এঁদের সকলের ব্যাটেও ভীষণ মিল।
ধোনি সহ ক্রিকেটের বিগ-হিটারদের ব্যাটের নীচের দিকের অংশ অতিরিক্ত পুরু। অর্থাৎ সেখানে বেশি পরিমাণ কাঠ রয়েছে। যার জন্যই এইসব ব্যাটসম্যানরা নিজেদের হিটে এত পাওয়ার পেয়ে থাকেন। জানা গিয়েছে, ওয়ার্নার, পোলার্ড ও গেইলের ব্যাটের নীচের দিকটি ৫০ মিলিমিটার পুরু। অন্যদিকে, ধোনির ব্যাটের নীচের অংশ ৪৫ মিমি পুরু।
কিন্তু, গত মার্চে ব্যাটের পুরুষ্ঠতাকে নির্দিষ্ট মাপের মধ্যে বেঁধে রাখার নিয়ম জারি করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সেখানে বলা হয়েছে ব্যাটের নীচের অংশ ৪০ মিমি-র বেশি পুরু হবে না। আগামী অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, এর ফলে পুরনো ব্যাটে আর খেলতে পারবেন না ধোনিরা। নতুন নিয়মে অনুমোদিত ব্যাট ব্যবহার করতে হবে।