লন্ডন: একটি বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। তিনি ওই গাড়ির সামনে দাঁড়ানো ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘লন্ডনে কঠোর পরিশ্রমের পর।’ এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যঙ্গ করা হচ্ছে। কেউ লিখেছেন, তুমি আবার কবে কঠোর পরিশ্রম করলে? একজন আবার লিখেছেন, এই গাড়ি কেনার অর্থ কোথায় পেলে? নিশ্চয়ই অন্য কারও গাড়ি এটা।


সম্প্রতি পিসিবি জানিয়েছে, আকমল ও মহম্মদ সামির বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত করা হবে। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না আকমল। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। তাঁর সঙ্গে চুক্তিও করেনি পিসিবি। এরই মধ্যে মাঠের বাইরের ঘটনায় সমস্যা বেড়েছে আকমলের। তিনি অতীতেও বিভিন্ন ঘটনায় বিতর্কে জড়িয়েছেন। প্রকাশ্যে পেসার জুনেইদ খানের সঙ্গে ঝামেলা, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, মিসবা উল হক অবসরের কথা ঘোষণা করায় ঈশ্বরকে ধন্যবাদ জানানোর মতো ঘটনায় তিনি হাসির খোরাক হয়েছেন। ফের একই ঘটনা ঘটালেন আকমল।