নয়াদিল্লি: এবারের আইপিএল-এ সবচেয়ে সমাদর পাওয়া ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। আগামীকাল ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফেভারিট দল চেন্নাই। একটি সমীক্ষায় এমনই জানা গিয়েছে। দেশজুড়ে ১০টি শহরে ১৪,০০০ ক্রিকেটপ্রেমীর উপর এই সমীক্ষা চালানো হয়। ধোনি ২৭.৩ শতাংশ ভোট পেয়েছেন। বিরাট ২২ শতাংশ এবং উইলিয়ামসন ২০.১১ শতাংশ ভোট পেয়েছেন।
এবারের আইপিএস-এ লিগ টেবলের শীর্ষে ছিল হায়দরাবাদ। দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই। সেই দুই দলই কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামছে। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই। গতকাল ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে হায়দরাবাদ। এবার চূড়ান্ত লড়াই।
এবারের আইপিএল-এ সবচেয়ে সমাদৃত ক্রিকেটার ধোনি, ফাইনালে ফেভারিট চেন্নাই, বলছে সমীক্ষা
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2018 06:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -