এহেন প্রশ্ন, জল্পনার মধ্যেই প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়ে দিলেন, ধোনি নিজে থেকে যেহেতু কোনওদিন চাননি, তাই তাঁর জন্য় ফেয়ারওয়েল ম্যাচের আয়োজনের প্রশ্নই ওঠে না। মিডিয়ার সামনে তিনি বলেছেন, বিসিসিআইকে কখনও ধোনি নিজের জন্য় ফেয়ারওয়েল ম্যাচ করার বাসনা প্রকাশ করেননি। তিনি নিজে থেকে যেহেতু প্রসঙ্গটি তোলেননি, তাই এমন কোনও ম্যাচের প্রশ্ন নেই।
ক্রিকেট মাঠের বাইরে জনসমক্ষে ধোনিকে বলতে গেলে দেখা যায় না কখনও। ২২ গজে যেমন খেলার মধ্যেই পুরোপুরি ডুবে থাকেন, তেমনই খেলার বাইরেও নিজেকে ঘরের চার দেওয়ালে পরিবারের গন্ডীর ভিতরেই আটকে রাখেন। ভারত গত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেও নিজের জগতেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কখনও সখনও ইনস্টাগ্রামে লাইভে বা মেয়ে জিভার সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে। ভক্ত-অনুরাগীদের মনে তাঁর কেরিয়ারের ভবিষ্যত্ কী হতে চলেছে, তা নিয়ে কৌতূহল থাকলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। অবশেষে গতকাল যাবতীয় জল্পনার অবসান ঘটালেন নিজেই। এবার কি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলে পুরানো ধোনিকে আবার স্বমহিমায় দেখা যাবে?