ধোনি স্টেডিয়াম ছাড়লেন বিলাসবহুল ও মহার্ঘ নতুন এসএউভি-নিসান জোঙ্গা গাড়িতে চড়ে। সবুজ রঙের জিপে তাঁর যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার ম্যাচের পর ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে।
গাড়ি ও বাইকের প্রতি ধোনি আকর্ষণ কারুর অজানা নয়। তাঁর গ্যারাজে সম্প্রতি এসেছে এই গাড়িটি। ফেরারি ৫৯৯ জিটিও, হ্যামার এইচ২, জিএমসি সিয়েরা-র মতো গাড়ি আগেই ছিল ধোনির। একইসঙ্গে রকমারি বাইকের সম্ভারও রয়েছে মাহির।
ধোনি বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন এবং বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে ভারতীয় দলের হয়ে কোনও ম্যাচ তাঁকে খেলতে দেখা যায়নি। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে তিনি খেলেননি। জানা গেছে, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজেও তিনি দলে থাকছেন না।