লখনউ: আজ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে আইপিএলের ৪৫তম ম্যাচে লখনউয়ের একানা স্টেজিয়ামে আজ মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অনেকেই এই মরসুমটাই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) শেষ আইপিএল মরসুম বলে মনে করছেন। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং যদিও জানিয়েছেন ধোনি সাজঘরে অবসরের কোনওরকম ইঙ্গিত দেননি। তবে তাতেও জল্পনা কমছে না। লখনউ-সিএসকে ম্যাচে টসের সময় তো ড্যানি মরিসন (Danny Morrison) ধোনিকে খানিকটা ঘুরিয়েই তাঁর অবসরের বিষয়ে প্রশ্ন করেই ফেললেন।
ধোনির শেষ আইপিএল?
টসের সময় মরিসন ধোনি নিজের শেষ মরসুমে উপভোগ করছেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ধোনি স্বমহিমায় বলেন, 'তুমিই এটা আমার শেষ আইপিএল বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছ। তবে আমি কিন্তু নিজে এখনও এই সিদ্ধান্তটা নিইনি।' প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ২০২০ সালের আইপিএল মরসুমে এক ম্যাচে টসের সময় ধোনিকে একইরকম প্রশ্ন করেছিলেন মরিসন। সেইবারও ধোনি এই প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে জানিয়ে দেন, 'একদমই না।' এবারও মরিসনকে একইরকমভাবে জবাব দিলেন ধোনি।
বিশেষ স্মারক উপহার
সুনীল গাওস্কর কিন্তু মনে করছেন পরের মরসুমেও ধোনিকে আইপিএলে খেলতে দেখা যেতেই পারে। তিনি অবশ্য ক্রিকেটারের থেকে মূলত মেন্টরের দায়িত্বই পালন করবেন বলেও মনে করছেন গাওস্কর। প্রসঙ্গত, এদিনই প্রথমবার একানা স্টেডিয়ামে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি কোনও ম্যাচ খেলতে মাঠে নামেন। এই উপলক্ষ্যে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ককে লখনউ ক্রিকেট সংস্থার তরফে বিশেষ স্মারক উপহারও দেওয়া হয়। ধোনির হাতে স্মারক তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।
এই ম্যাচে টসে জিতে লখনউয়ের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসকে। গত ম্যাচে না খেললেও, দলের তারকা বোলার দীপক চাহার এই ম্যাচে ফিট হয়ে সিএসকের হয়ে মাঠে নেমেছেন। তিনি ফেরায় সিএসকের একাদশ থেকে আকাশ সিংহকে দুর্ভাগ্যবশত বাদ পড়তে হয়। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসকে। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে লখনউ সাত উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির জন্য খেলা স্থগিত রয়েছে।
আরও পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?