মুম্বই: পিছনে দুরন্ত গতিতে ধাবমান ট্রেন। আর সামনে দৌড়চ্ছেন তিনি। ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে। অবশেষে ইঞ্জিনের গতিকে হারিয়েই দিলেন। সকলকে হতবাক করে দিয়ে।


না, আমির খানের গুলাম সিনেমার দৃশ্য নয়। বরং সেই দৃশ্যকেই যেন মনে করিয়ে দিলেন ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়নো ব্যক্তি। ক্রিকেট মাঠে যিনি ফিটনেসের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। তাঁর রানিং বিট্যুইন দ্য উইকেটস সকলের কাছে সমাদৃত।


তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। সকলের চোখ ধাঁধিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়লেন ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক।


তবে ধোনির ট্রেনের সঙ্গে দৌড় বাস্তবে নয়, একটি বিজ্ঞাপনে। তবে তা সকলকে হতবাক করে দিয়েছে।


একটি শিক্ষা সংক্রনাত্র সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যাচ্ছে। ওই সংস্থার তরফ থেকে ভিডিওটি ট্যুইট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল। কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘লক্ষ্যের দিকে তাকান এবং প্রতিটি বাধা ভেঙে ফেলার সংকল্প রাখুন… এটাই একজনকে চ্যাম্পিয়ন করে! আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে, সবসময় জেনে রাখবেন যে, কঠিন সময়ে, আপনাকে অবশ্যই ৭ নম্বর পাঠটি মনে রাখতে হবে…'।


ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে উইকেটরক্ষকের বেশে ট্রেনের চেয়ে দ্রুত ছুটতে দেখা যায়। লাল রংয়ের একটি বলকে এক হাতে গ্লাভস পরে ধরেন।


ধোনির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বীরেন্দ্র সহবাগ ভিডিওটি দেখে উচ্ছ্বসিত। লিখেছেন, 'বাহ, হেলিকপ্টার শটের মতোই দুরন্ত'।