নাগপুর: ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির গুরুত্ব এখন অপরিসীম। তাঁর জনপ্রিয়তাও প্রশ্নাতীত। গ্লাভস ও ব্যাট হাতে বহু স্মরণীয় নজির গড়েছেন তিনি। কিন্তু এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। কয়েকদিন আগেই সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মাকে টপকে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির হাঁকানোর নজির গড়েছেন তিনি। কিন্তু এদিন নাগপুরে প্রায় নয় বছর পর কোনও একদিনের ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হলেন তিনি।শেষবার ২০১০-এ বিশাখাপত্তনমে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল্ডেন ডাক করেছিলেন তিনি।
লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বল কাট করতে গিয়ে ব্যাটের বাইরের দিকের কানায় লেগে প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খোয়াজার হাতে ক্যাচ তোলেন ধোনি। এই আউটের জন্য কৃতিত্ব দিতে হবে অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চকেও। অ্যাডাম জাম্পার আগের বলে কেদার যাদব আউট হওয়ার পর স্লিপে ফিল্ডার রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ফিঞ্চ। ১৭১ রানে ৪ উইকেট থেকে ভারতের স্কোর দাঁড়ায় ১৭১ রানে ছয় উইকেট।
একদিনের কেরিয়ারে এই নিয়ে দশমবার শূন্য রানে আউট হলেন ধোনি। আর এটা নিয়ে পঞ্চমবার প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি তিনবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রথমবার ২০১০-এ বিশাখাপত্তনমে, দ্বিতীয়বার ২০১৬-তে ক্যানবেরায় এবং তৃতীয়বার এদিন নাগপুরে।
এদিনের আগে গত বছর দুবাইতে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন ধোনি।
একদিনের ক্রিকেটে নয় বছর পর গোল্ডেন ডাক ধোনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2019 05:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -