বর্তমানে “স্ট্রিট ডান্স ৩ডি”-র শ্যুটিং-এর কাজে ব্যাস্ত বরুণ ধবন। তার পাশাপাশি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহিকে দেখা যাবে এই ছবিতে। ছবিটির বিষয়বস্তু বেশ কিছু নৃত্যশিল্পীর জীবন ঘিরে। বরুণ ধবনকে তাই রীতিমতো অনুশীলন করতে হচ্ছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন বরুণ ধবন। তাতে দেখা যাচ্ছে, নোরা ফতেহির সঙ্গে নাচে পাল্লা দিচ্ছেন তিনি।

নোরা ফতেহি বেশ দক্ষ “বেলি ডান্সার”। বরুণ ধবনের পক্ষে তাঁর সমান তালে নাচা বেশ কঠিনই বটে। কিন্তু সবাইকে অবাক করে নোরা আর তাঁর বন্ধুর চ্যালেঞ্জ নিয়ে স্বচ্ছন্দে “বেলি ডান্স” করলেন বরুণ। আশেপাশের সবার প্রশংসাও পেলেন তিনি।




“স্ট্রিট ডান্স ৩ডি”-র শ্যুটিং এর ফাঁকে ফাঁকে এমনই সব মজার ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করছেন বরুণ। ভক্তরাও বেশ উপভোগ করছেন তাঁর এই ভিডিওগুলি।

এবিসিডি২ – এর পর প্রভু দেবা পরিচালনায় আবার এই ছবিটি করছেন বরুণ।