দেখুন: চাহল টিভিকে এড়াতে দৌড়ে পালালেন ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2019 07:14 PM (IST)
নয়াদিল্লি: প্রচারের আলো থেকে আর যাই হোক, দূরে থাকেন না মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু চাহল টিভি-তে অংশ নিতে একেবারেই অনিচ্ছুক দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৪-১ জেতার পর যজুবেন্দ্র চাহল তাঁর অনলাইন চ্যাট শো-তে মাহিকে চেয়েছিলেন। ধোনি তখন কোনও অবস্থাতেই চাহল টিভি-তে কথাবার্তার ব্যাপারে আগ্রহী ছিলেন না। আর তাই চাহল টিভির নাগাল এড়াতে দৌড়ে পালালেন ধোনি। গতকাল ওয়েলিংটনের মাঠে এই মজাদার দৃশ্য ভিডিও-তে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দৌড়ে পালাচ্ছেন ধোনি, আর তাঁর পিছনে দৌড়চ্ছেন চাহল।কিছুক্ষণ পর ক্ষান্তি দেন চাহল। গতকাল ভারত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পর তৃতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ডে ৪-১ সিরিজ জিততে পেরেছে।