নয়াদিল্লি: ১০ বছর পর ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরইমধ্যে ধাক্কা খেল ক্যারিবিয়ান শিবির। সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে সাসপেন্ড করল আইসিসি। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু ওই টেস্ট। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে দলের স্লো ওভার রেটের জন্য হোল্ডারকে সাসপেন্ড করল আইসিসি। ওই টেস্টে ১০ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে।
হোল্ডারের পরিবর্তে সহ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন। হোল্ডারের বদলে দলে আসছেন গুয়ানার ২০ বছরের অলরাউন্ডার কিমো পল।
সিরিজের প্রথম দুটি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ে পেসার কেমার রোচের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন হোল্ডার। বার্বাডোজে প্রথম টেস্টে দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন চার উইকেট।
স্লো ওভার রেটের জন্য এর আগেও এ ধরনের সাজার মুখে পড়তে হয়েছে হোল্ডারকে।
স্লো ওভার রেটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সাসপেন্ড জেসন হোল্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2019 04:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -