বিজয় হজারে ট্রফি: ঝাড়খণ্ডের অধিনায়ক নির্বাচিত ধোনি
Web Desk, ABP Ananda | 21 Feb 2017 07:28 PM (IST)
নয়াদিল্লি: দুদিন আগেই পুণে দলের অধিনায়কত্ব হারিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে, এখনও মাহির ওপরই ভরসা রাখছে তাঁর রাজ্য। আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলা ৫০-ওভারের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হজারে ট্রফিতে নিজের রাজ্য ঝাড়খণ্ডের অধিনায়কত্ব করবেন ধোনি। মঙ্গলবারই ক্যাপ্টেন কুলকে অধিনায়ক নির্বাচিত করেছে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থা। গত দুই মরশুমে ঝাড়খণ্ডের হয়ে খেললেও, অধিনায়ক ছিলেন না তিনি। তবে, এবার ব্যাটন নিজের হাতেই তুলে নিয়েছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।