লাহোর: এবার হাফিজ মহম্মদ ও তাঁর সাঙ্গপাঙ্গদের দেওয়া হয়েছিল, এমন ৪৪টি অস্ত্রের লাইসেন্স নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হল পাকিস্তানে। পঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষকর্তা বলেন, সঈদ ও তাঁর জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত, এই দুই সংগঠনের বিরুদ্ধে সরকারি পদক্ষেপের সঙ্গে সঙ্গতি রেখেই ওদের হাতিয়ারের লাইসেন্স বাতিল করা হল। নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারি সঈদ ও তাঁর সংগঠনের চারজনকে ৯০ দিন লাহোরে গৃহবন্দি রাখার ঘোষণা হয়। পাশাপাশি সঈদ, জামাত ও ফালাহ-র ৩৭ জন সদস্যকে এক্সিট কন্ট্রোল লিস্টে ফেলা হয়েছে, যার ফলে তারা দেশ ছাড়তে পারবে না।
পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাত ও ফালাহ, উভয় গোষ্ঠীই এমন কিছু কার্যকলাপে জড়িত, যা শান্তি ও নিরাপত্তার পথে বাধা হতে পারে, পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের ঘোষণা করা দায়বদ্ধতারও পরিপন্থী হতে পারে। তাছাড়া দুটি সংগঠনকেই ১৯৯৭-এর সন্ত্রাস দমন আইনের দ্বিতীয় শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এও বলা হয়েছে, হাফিজ সঈদ, আবদু্ল্লা ওবেইদ, জাফর ইকবাল, আবদুল রহমান আবিদ ও কাশিফ নিয়াজি এমন কিছু কাজকর্মে যুক্ত যা শান্তি, নিরাপত্তা বিপন্ন করতে পারে। ফেডেরাল সরকার জামাত, ফালাহকে ৬ মাসের জন্য পর্যবেক্ষণ তালিকায় ঢুকিয়েছে বলেও জানা গিয়েছে।
নিরাপত্তার কারণে হাফিজ সঈদ, সাঙ্গপাঙ্গদের দেওয়া ৪৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল করল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Feb 2017 05:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -