মুম্বই: বক্স অফিসে ‘শতরান’ করে ফেলল ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সাফল্যের বিচারে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ১০০ কোটির বেশি অর্থের ব্যবসা করে ফেলেছে। এখনও পর্যন্ত এই ছবির মোট ব্যবসা ১০৩.৪ কোটি টাকার।
সুশান্ত সিংহ রাজপুত অভিনীত এই ছবি প্রথম দিন থেকেই বক্স অফিসে সাফল্যের নতুন নজির গড়েছে। যেভাবে সাফল্য পাচ্ছে ধোনির বায়োপিক, তাতে ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ধোনির বায়োপিকের প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিও-র সিইও বিজয় সিংহ বলেছেন, ‘এম এস ধোনির বায়োপিক যেভাবে দর্শকদের ভালবাসা পাচ্ছে তাতে আমরা অভিভূত। ভারতের সফলতম অধিনায়ক দেশবাসীর কাছ থেকে যে ভালবাসা পাচ্ছেন তারই ফলে ছবিটি বক্স অফিসে ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করতে পেরেছে। আমাদের কাছে ছবিটি অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল। বিশাল সাফল্যের জন্য ছবিতে যাঁরা কাজ করেছেন তাঁদের প্রত্যেককে এবং দর্শকদের ধন্যবাদ জানাই।’
নীরজ পান্ডে পরিচালিত ছবিটি ৩০ সেপ্টেম্বর সারা ভারতে ৪,৫০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তি পায়। মুক্তির আগে থাকতেই ছবিটি নিয়ে ধোনি-ভক্তদের উন্মাদনা তুঙ্গে ছিল। বক্স অফিসে তারই প্রতিফলন দেখা গিয়েছে।
১০০ কোটি পেরিয়ে গেল ধোনির বায়োপিক
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2016 02:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -