নয়াদিল্লি: একটা করমর্দন জল্পনা উস্কে দিয়ে গিয়েছে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে আলোচনা। ধোনি কি তবে বিজেপি-তে (BJP) যোগ দিচ্ছেন? নেটিজেনরা আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছেন।


ঘটনাস্থল চেন্নাই। ইন্ডিয়া সিমেন্টসের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। মনে করিয়ে দেওয়া যাক, এই ইন্ডিয়া সিমেন্টসের কর্ণধার এন শ্রীনিবাসন। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। আইসিসি চেয়ারম্যানও ছিলেন। একটা সময় ভারতীয় ক্রিকেটে শেষ কথা বলতেন শ্রীনি। তাঁর ইন্ডিয়া সিমেন্টস সংস্থার সাম্মানিক ডিরেক্টর পদে রয়েছেন ধোনিও। স্বাভাবিকভাবেই তিনি এই অনুষ্ঠানে ছিলেন।


এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুর রাজ্যপাল আর এল রবিও ছিলেন অনুষ্ঠানে। নয়াদিল্লি থেকে ব্যক্তিগত বিমানে করে চেন্নাই পৌঁছেছিলেন শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন তামিলনাড়ুর স্বরাষ্ট্রমন্ত্রী এল মুরুগান, বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই ও রাজ্য বিজেপির শীর্ষ কর্তারা।                                                 


সেই অনুষ্ঠানেই ধোনির সঙ্গে অমিত শাহর দেখা হয়। দুজনই একে অপরের সঙ্গে কথা বলেন। করমর্দন করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


অনেকেই মন্তব্য করেন, ধোনি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? একজনের মন্তব্য, ধোনি যখন অমিত শাহর সঙ্গে করমর্দন করেছেন, তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছেন। একজন তো রীতিমতো আর্জি জানিয়েছেন এই লিখে যে, ধোনিজি বিজেপিতে যোগ দিন।


 






 






 






ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সফলতম অধিনায়ক ধোনি। জোড়া বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে তাঁর সাফল্যের ভাঁড়ারে।