দুবাই: সাফল্য হোক বা ব্যর্থতা, তিনি বরাবরই নির্লিপ্ত থাকেন। কিন্তু তাই বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার মতো মাহেন্দ্রক্ষণেও কী করে নিরাসক্ত থাকতে পারেন কেউ! মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য স্বরচিত নিয়ম ভাঙেননি। অবসর ঘোষণার সন্ধ্য়াতেও তিনি ছিলেন শান্ত, নির্লিপ্ত। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি তো জানতেনই না যে, অবসর ঘোষণা করেছেন ধোনি! বালাজি ভাবতেই পারছেন না, এত বড় ঘোষণার পর এসে কেউ একজন প্র্যাক্টিস পিচ নিয়ে ভাবলেশহীনভাবে আলোচনা করতে পারে কী করে!

সিএসকে-র বোলিং কোচ, ভারতের প্রাক্তন পেসার বালাজি একটি টিভি চ্যানেলে জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত নেওয়ার ঠিক পরে ধোনি কী করেছিলেন। বালাজি বলেছেন, ‘‘সাধারণত প্র্যাক্টিস শেষ হয়ে গেলে ধোনির সঙ্গে পিচ নিয়ে, প্লেয়িং কন্ডিশন নিয়ে আলোচনা করি। সে দিনও প্র্যাক্টিসের পরে ড্রেসিংরুমে যাই। তখনও বুঝিনি, ও রাত ৭.২৯ মিনিটে নিজের অবসরের সিদ্ধান্তটা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে। অবসর ঘোষণার পোস্টটা করে এসে ও আমায় বলল যে, পিচে একটু বাড়তি জল দিতে বললাম মাঠ কর্মীদের। আমি তখনও জানতাম না জীবনের ও রকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। ধোনি আসলে এ রকমই!’’

পরে বালাজি জানতে পারেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। বালাজি বলছেন, ‘‘যখন জানলাম, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিয়েছে, ব্যাপারটা বোধগম্য হতে একটু সময় লেগেছিল। ধোনি যেন পারিপার্শ্বিক সব কিছু নিয়েই নিরাসক্ত।’’ আইপিএল খেলতে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে দুবাই পৌঁছে গিয়েছেন ধোনি।