নয়াদিল্লি: জাতীয় দলে না খেললেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ কয়েকজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য এই তারকা ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এ ব্যাপারে নিজের বক্তব্য জানালেন ধোনি। কারুর ব্যক্তিগত পছন্দকে সমালোচনা করা থেকে বিরত থাকার আর্জি জানালেন তিনি।
ধোনি ছাড়াও যজুবেন্দ্র চাহল, শিখর ধবনের মতো খেলোয়াড় এবার রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর ভারতের হয়ে শুধুমাত্র একদিনের ক্রিকেটের খেলোয়াড় অম্বাতি রায়ডু প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
ধোনি টেস্ট ক্রিকেটকে ২০১৪ সালে বিদায় জানিয়েছেন।
সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর মন্তব্য করেছিলেন যে, ম্যাচ ফিট থাকতে ধোনির অল্পবিস্তর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা উচিত।
এ ব্যাপারে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের বই প্রকাশ অনুষ্ঠানে ধোনি বলেন, প্লেয়ারদের ধকল থেকে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটের নির্ঘন্ট যাতে একজন প্লেয়ারের কাছে যাতে খুব বেশি কঠিন না হয়, তা নিশ্চিত করা উচিত। টি ২০ ক্রিকেট ও ব্যক্তিগত পছন্দ সম্পর্কে সমালোচনা না করাটাই সমীচিন।
ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই ভারতীয় দল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার ভারতীয় দলের সাফল্যের জন্য বোলিং ইউনিটের প্রসঙ্গ উল্লেখ করেছেন মাহি।
ধোনি বলেছেন, দেশের ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে, তাতে তিনি খুশি। ফাস্ট বোলাররা টেস্টে দুরন্ত বোলিং করছে। একটা টেস্ট ম্যাচ জিততে ২০ উইকেট প্রয়োজন। এখন ভারতের বোলিং ইউনিট প্রতি ম্যাচেই ২০ টি করে উইকেট নিচ্ছে। এর অর্থ, প্রত্যেকটি ম্যাচেই জয়ের সুযোগ থাকছে।