সৌরভের কঠোর পরিশ্রমের জন্যই এত ট্রফি জিততে পেরেছেন ধোনি, দাবি গম্ভীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2020 07:33 PM (IST)
ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সাফল্যের কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দিচ্ছেন গৌতম গম্ভীর। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘টেস্টে ধোনি এত সফল অধিনায়ক হতে পেরেছে জাহির খানের জন্য। ও ধোনির কাছে আশীর্বাদস্বরূপ ছিল। এর কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্য। আমার মতে, জাহির ভারতের সেরা বিশ্বমানের বোলার।’ ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর। তিনি ধোনির অধিনায়কত্ব প্রসঙ্গে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে ধোনি অত্যন্ত ভাগ্যবান ছিল। কারণ, ও প্রতিটি ফর্ম্যাটেই দুর্দান্ত দল পেয়েছিল। ২০১১ সালের বিশ্বকাপের দলের নেতৃত্ব দেওয়া সহজ ছিল। কারণ, আমাদের দলে সচিন (তেন্ডুলকর), (বীরেন্দ্র) সহবাগ, আমি, যুবরাজ (সিংহ), ইউসুফ (পঠান), বিরাটের (কোহলি) মতো ক্রিকেটার ছিল। সৌরভকে ট্রফি জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হত। তার ফলেই ধোনি এত ট্রফি জিততে পেরেছে।’ ভারতের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে সৌরভ ও ধোনি অন্যতম। তবে সাফল্যের বিচারে সৌরভের চেয়ে এগিয়ে ধোনি। তিনিই বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে সবকটি আইসিসি প্রতিযোগিতা জেতার কৃতিত্ব অর্জন করেন। তবে এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ধোনি। তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। তবে সম্প্রতি ধোনির ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু মিহির দিবাকর জানিয়েছেন, তাঁর মনে হয়েছে, এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি আরও কিছুদিন খেলতে চান। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য বদ্ধপরিকর তিনি।