নয়াদিল্লি: বর্ণময় ক্রিকেট জীবনে একাধিক অনন্য রেকর্ডের অধিকারী তিনি। মহেন্দ্র সিংহ ধোনি প্রয়োজনের সময় মহানায়ক হয়ে উঠেছেন, অনায়াসে ছক্কা মেরে নির্লিপ্ত ভঙ্গিতে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন বা উইকেটের পিছনে চোখের পলক ফেলতে না ফেলতেই ব্যাটসম্যানের স্টাম্প ফেলে দিয়েছেন, এমন হামেশাই তিনি দেখিয়েছেন। তাঁর হাতের ব্যাটও রেকর্ড করেছে! ২০১১-র বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে যে ব্যাটে তিনি ম্যাচ জেতানো ছক্কা হারিয়ে সেরার শিরোপা এনে দিয়েছিলেন দেশকে, সেটিই ক্রিকেটের ইতিহাসে অর্থের বিচারে সবচেয়ে দামি ব্যাট।
২০১১-র ২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। ফাইনালের তিন মাস পর ১৮ জুলাই সেই ব্যাটটি লন্ডনে এক চ্যারিটি ডিনারে নিলামে কিনেছিল মুম্বইয়ের ব্রোকারেজ ফার্ম আর কে গ্লোবাল শেয়ারস অ্য়ান্ড সিকিউরিটিজ লিমিটেড। সেটির দাম উঠেছিল ১ লক্ষ পাউন্ড (সেই সময় ভারতীয় মুদ্রায় ৭২ লক্ষ টাকা)। সেই অর্থ গিয়েছিল ধোনির স্ত্রীর সেবামূলক সংগঠনের তহবিলে। এপর্যন্ত এত দাম ওঠেনি আর কোনও ব্যাটের।
ধোনির ২০১১-র বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের ব্যাটটাই সবচেয়ে দামে বিক্রি হয়েছে, ৭২ লক্ষ টাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2020 09:53 PM (IST)
সেই অর্থ গিয়েছিল ধোনির স্ত্রীর সেবামূলক সংগঠনের তহবিলে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -