নয়াদিল্লি: ভারতে প্রতি বছর গড়ে পাঁচ লক্ষ মানুষ মারা যান অঙ্গ প্রতিস্থাপন করতে না পারার জন্য। তাঁদের মধ্যে ২ লক্ষ মানুষ কিডনি, ৫০ হাজার লিভার ও ৫০ হাজার মানুষ হৃদপিন্ড প্রতিস্থাপনের অভাবে মারা যায়। এ দেশে মৃত্যুর পর অঙ্গদানের হার বড্ডই কম। গড় হিসেবে এক লক্ষ দেশবাসীর মধ্যে মাত্র ০.৮ শতাংশ মানুষ মৃত্যুর পর অঙ্গদান করেন। তাই দেশে প্রাণহানি কমিয়ে ফেলতেই মরণোত্তর অঙ্গদান বাধ্যতামূলক করতে বিশেষ বিল আনছেন পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গাঁধী। সেপ্টেম্বর মাসে সংসদে বাদল অধিবেশনে এই বিল তিনি পেশ করবেন বলে খবর।


অর্গান ডোনেশন বাধ্যতামূলক করতে বিল আনার বিষয়টি নিজেই সম্প্রতি অঙ্গদান দিবসে টুইট করে জানিয়েছেন বরুণ। তাঁর কথায়, ফি বছর অঙ্গ প্রতিস্থাপন করতে না পেরে কয়েক লক্ষ মানুষ মারা যান। তাঁদের বাঁচানোর জন্যই মৃত্যুর পর অঙ্গদান বাধ্যতামূলক করা দরকার।
টুইট করে বরুণ জানান, “আমি ব্যক্তিগত ভাবে একটি বিল নিয়ে আসছি।তা পাস হয়ে গেলেই, দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক অর্গান ডোনেশনের জাতীয় রেজিস্টারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তবে কেউ চাইলে অঙ্গদান থেকে বিরতও থাকতে পারেন।” বরুণের আশা, এমনটা বাস্তবায়িত করতে পারলে দেশে অঙ্গ প্রতিস্থাপনের অভাবে মৃত্যুর হার অনেকখানি কমিয়ে ফেলা যাবে। বর্তমানে স্বেচ্ছায় অর্গান ডোনেশনের ব্যবস্থা আছে ঠিকই। কিন্তু তাতে নাম নথিভুক্ত করান নামমাত্র লোক। কিন্তু বিল এলে সকলকেই মৃত্যুর পর অঙ্গদান করতে হবে। তবে বরুণ এও জানিয়েছেন যে, “কেউ যদি চান তবে নাম প্রত্যাহার করতেও পারবেন।”