নয়াদিল্লি: আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ক্রিকেটের অন্যতম এন্টারটেইনার প্লেয়ার তিনি। মাঠে বল ও ব্যাট হাতে বিধ্বংসী মেজাজের পাশাপাশি মাঠের বাইরে মিউজিক ভিডিও-তেও ঝড় তোলেন তিনি। ক্রিকেট আঙিনায় অত্যন্ত বর্ণময় চরিত্র ব্র্যাভো। ২০১৬-র মার্চে তাঁর 'চ্যাম্পিয়ন্স' গান মুক্তি পায়। বহু দলের জয়ের গান হয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স। শুধু বিভিন্ন দলের খেলোয়াড়রাই নন, বাচ্চাদেরও পছন্দ ব্র্যাভোর ওই গান। দিল্লি ডেয়ারবডেভিলসের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচের আগে ব্র্যাভো সেই গান গাইলেন তাঁর দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও সহ খেলোয়াড় সুরেশ রায়নার মেয়েদের জন্য। ব্র্যাভোর গানে জমিয়ে মজা করল ধোনির মেয়ে জিভা ও রায়নার মেয়ে গ্রেসিয়া।
জিভা ও গ্রেসিয়া ছাড়াও আরও অনেক বাচ্চাকেই ব্র্যাভোর গানে নাচতে দেখা গেল।



চেন্নাই সুপার কিংস ওই ভিডিওটি আপলোড করেছে। ক্যাপশনে লিখেছে- 'কিউটেস্ট ভিস্যুয়াল ফর চ্যাম্পিয়ন ইউ ইউল এভার সি!'
চলতি আইপিএলে ব্র্যাভো চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৬৬.৫০ গড়ে ১৩৩ রান করেছেন এবং নয়টি উইকেট নিয়েছেন।