নয়াদিল্লি: বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা চলছিল যে এদিন সন্ধেবেলায় অবসর ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রাক্তন ভারত ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যদিও, সন্ধেবেলায় সব জল্পনায় জল ঢাললেন ধোনি-পত্নী সাক্ষী। টুইটারে তিনি জানিয়ে দেন, এটা জল্পনাই।



প্রসঙ্গত, জল্পনার সূত্রপাত বর্তমান অধিনায়ক বিরাট কোহলির একটি পোস্ট ঘিরে। সেখানে তাঁর সঙ্গে মাহির একটি ছবি পোস্ট করে কোহলি লেখেন, একটা ম্যাচ যা আমি কখনই ভুলব না। বিশেষ রাত। এই মানুষটি আমাকে এমনভাবে দৌড় করিয়েছিল, যে দেখে মনে হচ্ছিল আমি ফিটনেস পরীক্ষা দিচ্ছি।



আদতে ওই পোস্টটি ছিল ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের। ছবিতে দেখা যাচ্ছে, কোহলি হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে আর ব্যাটের হ্যান্ডল তাঁর কপালে ছোঁয়ানো। ছবি দেখে অনেকেই ভেবে নেন যে, হয়ত এই ছবি দিয়ে কোহলি তাঁর পূর্বসূরীকে শ্রদ্ধা জানালেন। যদিও, বোর্ডের নির্বাচন কমিটির প্রধান এমএসকে প্রসাদ জানান, ধোনির অবসর গ্রহণের খবরটি অসত্য। তিনি বলেন, এখনও পর্যন্ত ধোনির অবসর গ্রহণ নিয়ে কোনও আপডেট নেই।