মুম্বই: ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা-জল্পনা চলছে। আর সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি দিলেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। প্রাক্তন এই উইকেটরক্ষকের মতে, যেভাবে মাহি গত দু-তিনটে সিরিজে খেলেছে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় ও নিউজিল্যান্ডে, তাতে একটা বিষয় পরিষ্কার। তা হল, ধোনি নিজের স্বভাবোচিত মেজাজে খেলার সিদ্ধান্ত নিয়েছে। প্রসাদের দাবি, ধোনি যদি এরকমই ভয়ডরহীন ক্রিকেট খেলতে থাকে, তাহলে তাঁর ভক্তরা খুশি হবে। প্রসাদের মতে, বিশ্বকাপের ঠিক আগে আইপিএল প্রতিযোগিতা ধোনির এই ফর্ম ধরে রাখতে সাহায্য করবে।
নির্বাচক প্রধান স্বীকার করে নেন, ধোনির ফর্ম একটা সময় কমিটির মনে সংশয়ের সৃষ্টি করেছিল। প্রসাদ বলেন, ধোনির ক্রিকেটীয় জীবনে দুটি আঙ্গিক রয়েছে। একটি ব্যাটিং ও দ্বিতীয়টি উইকেটকিপিং। ধোনির উইকেটকিপিংয়ের ক্ষমতা নিয়ে কারও মনে কোনও সন্দেহ ছিল না। তবে, ব্যাটিং ফর্ম একটু চিন্তায় রেখেছিল।
প্রসাদ যোগ করেন, নির্বাচক কমিটির সদস্যরা একইসঙ্গে এ-ও মানতেন যে, এধরনের ঘটনা যে কোনও ক্রিকেটারের জীবনে ঘটে। টানা ম্যাচ প্র্যাকটিস পেলে ধোনিকে আবার সকলেই পুরনো মেজাজে দেখতে পাবে।
তাঁর দাবি, আর সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ট্যুরে সেটাই হয়েছে। ধোনি নিজের জাত চেনাতে শুরু করেছে। এর ওপর আইপিএলে ১৪-১৪টি উত্তেজক ম্যাচে খেললে, ধোনির আগ্রাসী মনোভাব বজায় থাকবে।