কলকাতা: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্রয়াত বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে তুলনা করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। প্রথম জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠানে কপিল বলেছেন, ‘আমরা তোমার (কোহলি) দিকে তাকিয়ে আছি। তুমি আমাদের নায়ক। অনেকটা জগমোহন ডালমিয়া যেভাবে মাঠের বাইরে নায়ক ছিলেন সেরকমই। তুমি অবস্থার বদল ঘটাতে পারো। ফিটনেসের ক্ষেত্রে সেটা তুমি করেছো। আমরা সবাই তোমার জন্য গর্বিত। সব অধিনায়কই নতুন কিছু নিয়ে আসে। তুমি ফিটনেসকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছো। আমরা ক্রিকেটার হিসেবে বলতে পারি, ভাল কাজ চালিয়ে যাও। তোমার নিজের উপর বিশ্বাস রাখার ক্ষমতা আছে, তুমি চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারো।’
ডালমিয়াকে গত ৫০ বছরে সব খেলার সেরা প্রশাসকের তকমা দিয়ে কপিল বলেছেন, ‘আগে আমরা বলতাম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটারদের মতো বেতন কি পেতে পারি? এখন সেই অবস্থা বদলে গিয়েছে। ওরা বলে, ভারতের মতো বেতন পেতে পারি? এটা ডালমিয়ার জন্যই সম্ভব হয়েছে। দু’ধরনের নায়ক আছে। কেউ মাঠের ভিতরে, কেউ মাঠের বাইরে। ডালমিয়া না থাকলে আজ আমাদের সমস্যা হত। ক্রিকেটাররা ডালমিয়ার জন্যই আজ এই অবস্থায়।’
শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলঙ্গা সুমথিপালা ডালমিয়ার কথা স্মরণ করে বলেছেন, ‘১৯৯৬ সালে বিশ্বকাপ জেতার পর লন্ডনে আইসিসি-র বার্ষিক বৈঠকে মুরলীধরনের সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়টির নিষ্পত্তির দাবি জানিয়েছিলাম আমরা। ডালমিয়া আমাদের সাহায্য করেছিলেন।’
ডালমিয়ার মতোই কোহলিও আমাদের নায়ক, মত কপিলের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Nov 2017 02:31 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -