মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে ফের চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA ODI Series) তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই পিঠে ব্যথা অনুভব করেছিলেন দীপক চাহার (Deepak Chahar)। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতেও মাঠে নামেননি তিনি। এবার সেই ব্যথার জন্যই আগামী দুই ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে শনিবারই (৮ অক্টোবর) সরকারিভাবে চাহারের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। কে সুযোগ পেলেন তাঁর বদলে?


চাহারের বদলি


তাঁর বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সর্বভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে দীপক চাহারের বদলি হিসাবে ঘোষণা করছে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পর চাহার পিঠে ব্যথা অনুভব করেন এবং সিরিজের প্রথম ওয়ান ডেতেও তিনি খেলেননি। এবার তিনি সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই আমাদের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখবে।'


 






ভারতীয় দল প্রোটিয়াদের বিরুদ্ধে কাল, রবিবারই রাঁচিতে দ্বিতীয় এবং ১১ অক্টোবর নয়াদিল্লিতে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলবে। সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডেও হয়ত জায়গা হবে না তাঁর। যদিও টিম ইন্ডিয়ার মূল দলে ছিলেন না তিনি। কিন্তু স্ট্যান্ডবাই হিসেবে চাহারের নাম ছিল।


নেট বোলার মুকেশ, চেতন


আগেই চোটের জন্য জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবার স্ট্যান্ডবাই তালিকায় থাকা দীপক চাহারের চোটও চিন্তা বাড়়াল টিম ম্যানেজমেন্টের। বুমরার বিকল্প হিসেবে মহম্মদ শামিকেই ভাবা হচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে হয়ত তিনি অস্ট্রেলিয়াও উড়ে যাবেন। এদিকে, গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধুরী ও রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেট বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 


আরও পড়ুন: সঞ্জু, ঈষাণের থেকে কোথায় এগিয়ে পন্থ? জানিয়ে দিলেন সাবা করিম


দীপক চাহার ভারতের হয়ে