ভারতের বিরুদ্ধে টেস্টে অশ্বিনের শেখানো ‘মিস্ট্রি বল’ করতে তৈরি মুজিব জর্দান
Web Desk, ABP Ananda | 11 Jun 2018 04:18 PM (IST)
নয়াদিল্লি: আইপিএল-এ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে একই দলে ছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব জর্দান। সেই সময় তাঁকে ‘মিস্ট্রি বল’ শিখিয়েছিলেন অশ্বিন। এবার ভারতের বিরুদ্ধে টেস্টে সেই অস্ত্রই প্রয়োগ করতে চলেছেন এই আফগান স্পিনার। তিনি জানিয়েছেন, ‘নেটে অশ্বিনের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছি। তার ফলে আমার উপকার হয়েছে। কোথায় বল করতে হবে, সেটা আমাকে দেখিয়ে দিয়েছে অশ্বিন। ও আমাকে একটি নতুন ধরনের বল করা শিখিয়েছে। সেটা হল অফ-স্পিন অ্যাকশনে ক্যারম বল। আমি সেটা আয়ত্ত্ব করার চেষ্টা করছি।’ বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। আশা করা যায় ১৭ বছরের মুজিব সেই ম্যাচে খেলবেন। রশিদ খানের পাশাপাশি এই তরুণও দেশের ইতিহাসে প্রথম টেস্টে ছাপ ফেলতে চাইছেন।